ফেসবুকে বিব্রত শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এখন তিনি থাকছেন সুদূর অস্ট্রেলিয়ায়। একমাত্র পুত্র ও ভাই-বোনদের নিয়ে বসবাস করেন এ নায়িকা। কিন্তু সম্প্রতি এই তারকাকে দেখা যাচ্ছে ফেসবুকে বেশ সক্রিয়। একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় প্রতিদিনই পোস্ট করা হয় নানা রকম ছবি ও স্ট্যাটাস। কিন্তু অবশেষে জানা গেলো এগুলোর একটাও শাবনূরের আইডি নয়। এমনটা জানিয়েছেন খোদ এ নায়িকা। এতসব আইডি-পেজের ভিড়ে একটি মাত্র আইডি তিনি চালান। আর কোনো আইডি বা পেজের সঙ্গে তিনি সংশ্লিষ্ট নন। সবই ভুয়া।

শাবনূর বলেন, ফেসবুকে আমার নামে অজস্র পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। এগুলো আমি চালাই না। শুধু একটি আইডি রয়েছে যা অনেক আগে আমি খুলেছিলাম। সেটাতে আমি নিজেই নিয়মিত নই। তাই ওটাকেও এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। কারণ এসব একাউন্টের মাধ্যমে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাই সবাই সাবধান থাকুন। নইলে যে কোনো সময় হয়তো প্রতারণার শিকার হতে পারেন।

You might also like

Comments are closed.