ফের রাকসু নির্বাচন ঘিরে আহত তিন শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কার্যালয় তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন তুলতে আসলে বাঁধা দেন তারা। এ সময় ধাক্কাধাক্কিতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের রাবি মেডিকেলে পাঠানো হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন
আহতরা হলেন- আরবি বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক মাহইর, ইসলামিক স্টাডিজ বিভাগের আরিফ আলভি ও রাকিবুল ইসলাম।
এর আগে, সকাল ৯টায় অবস্থান করেন রাবি ছাত্রদলের শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

Comments are closed.