পরনে লেংগিস ফিটনেস প্যান্ট ও স্পোর্টস ব্রা। মুখে মাস্ক। খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি স্থিরচিত্রে এমন রূপে ধরা দিয়েছেন এই নায়িকা। নুসরাত ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন—‘যখন দ্বিধায় থাকি…ব্যায়াম।’
গত ৯ নভেম্বর নুসরাত ফারিয়া ছবিটি পোস্ট করেন। এরপর নেটিজেনদের রিঅ্যাকশনে ভরে যায় কমেন্ট বক্স। এদিন রাত পর্যন্ত দেখা যায় সাড়ে ৭ হাজারের বেশি মন্তব্য পড়েছে। আর এসব মন্তব্যের সিংহভাগ ‘নোংরা’ ও ‘অশালীন’ ভাষায় ঠাসা। যদিও ১১ নভেম্বর দেখা যায় অল্প কয়েকটি মন্তব্য বাদে সবগুলো মুছে ফেলা হয়েছে।
১১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ছবিটিতে পুনরায় মোট মন্তব্য পড়ে ১২ হাজারের বেশি। আগের দিনের মতো এবারের মন্তব্যের শব্দ ও ভাষায় কোনো পরিবর্তন দেখা যায়নি। এ যেন নেটিজেনদের রীতিমতো রোষানলে পড়েছেন ফারিয়া!
আঁটসাঁট পোশাক পরায় নুসরাত ফারিয়ার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম পিয়াল নামে একজন। তিনি লিখেছেন—‘কুকুরকে দেখেছেন কোনো দিন লজ্জা লাগতে? সরি, না বলে পারলাম না। কেউ কেউ আমাকে আচ্ছা ধুলায় দেবেন! হয়তো তারা পরিস্থিতির শিকার। কিন্তু রুচি থাকা দরকার।’ মুস্তাফিজুর নামে একজন লিখেছেন—‘যখন দেখি নিজের দেশের মানুষ, নিজের দেশের সেলিব্রেটিকে নিয়ে নিন্দা করে, তখন মনে মনে খুব হাসি পায়। কারণ এটাই তার পাপ্য।’
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা-শাবনূরের উদাহরণ টেনে পারফেক্ট বয় নামে একজন লিখেছেন—‘এখনকার নাম মাত্র নায়িকারা অভিনয় দিয়ে নয়, শরীর দেখিয়ে তারকা হতে চায়। শাবানা আপা, শাবনূর আপারা কী করে ফেমাস হয়েছেন, তা দেখিয়েন।’ মুস্তাফিজুর রহমান নামে আরেকজন লিখেছেন—‘দেখ বোন, এটা ইন্ডিয়া না এটা বাংলাদেশ। আর বাংলাদেশ মুসলিম দেশ। আর তুই ভাবছিস তোকে দেখতে হেব্বি জোস লাগছে! কিন্তু মূল বিষয় হচ্ছে, তর গেটাপ, ড্রেসআপ একদম চাপরাসির মতো।’
এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। ছবিটি ঘিরে সময়ের সঙ্গে বিতর্কের মাত্রা বেড়েই চলেছে! যদিও নেটিজেনদের ‘হীন’ আচরণে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি নুসরাত ফারিয়া।
২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করে ভারত-বাংলাদেশ। এরপর বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ফারিয়ার হাতে আছে দুটো সিনেমা। দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ও রাজা চন্দ পরিচালিত ‘ভয়’। মঙ্গলবার (১০ নভেম্বর) ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ হয়েছে। আগামী বছরের ২৬ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।