‘নিউমার্কেটে সংঘর্ষের হোতাদের ফুটেজ দেখে শনাক্ত করা হবে’
রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিভিন্ন সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে রয়েছে। এছাড়া সাংবাদিকদের কাছেও ফুটেজ রয়েছে। সেগুলো দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ।
শুক্রবার দুপুরে রাজারবাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশপ্রধান এসব কথা বলেন। আইজিপি বলেন, অনেক ক্লুলেস ঘটনার রহস্য পুলিশ উন্মোচন করে। আর নিউমার্কেটের ঘটনা ঘটেছে জনসম্মুখে। সুতরাং জড়িতদের খুঁজে বের করতে বেগ পেতে হবে না। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
ড. বেনজীর আহমেদ বলেন, ‘এই সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব বিষয়ে পুলিশের যেসব আইনগত ব্যবস্থা সেগুলো আমরা অবশ্যই দেখব। ’
অন্যদিকে, পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি বলেন, পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবনব্যবস্হা। একজন ভালো মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি। আমরা বিশ্বাস করি, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম