ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ হারাল যুবক

ফরিদপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অধীনে বিল মাহমুদপুর হুজুরবাড়ির খেলার মাঠে শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম রুহুল আমিন (২৭)। তিনি শহরের চুনাঘাটা এলাকার মৃত মনি প্রামাণিকের ছেলে।
ওই মাঠে একইসঙ্গে ফুটবল খেলায় অংশ নেওয়া এক প্রত্যক্ষদর্শী জানান, বজ্রপাত হওয়ার পরে রুহুল আমিনের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিল। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরে এলাকাবাসী ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হক বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জানাজা শেষে রাত ৯টার দিকে রুহুল আমিনের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।
You might also like

Comments are closed.