ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোর সদরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

সুলতান কামারগন্না গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মৃত সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল ছুটি থাকায় সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় সুলতান। কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে সুলতান মাঠেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ন ম বজলুর রশিদ টুলু বলেন, ওই স্কুলছাত্রকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

-যশোর প্রতিনিধি

You might also like

Comments are closed.