ফিলিং স্টেশনে গ্যাস লাইনের ‘লিকেজ’ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে লাগা আগুনে দগ্ধ হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালিয়েছে।

নিহত শিশুটির নাম মো. জিহান। সে রূপগঞ্জের রূপসী এলাকার মো. শরীফের ছেলে। মা–মামার সঙ্গে সে নরসিংদীতে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

জিহানের স্বজনেরা জানান, বিকালে শিশুটিকে নিয়ে তার মা ও মামা নরসিংদীতে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রূপসী থেকে তারা একটি প্রাইভেটকারে করে রওনা হন। পথে কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারের চালক থামেন। গ্যাস নেওয়ার সময় শিশুটির মা ও মামা গাড়ি থেকে নেমে পড়েন। তখন গাড়ির ভেতরে ছিল শিশুটি। গ্যাস নেওয়ার সময় হঠাৎ প্রাইভেটকারটিতে আগুন লাগে। মুহূর্তেই ওই আগুন ছড়িয়ে পড়লে প্রাইভেটকারের ভেতরেই আগুনে পুড়ে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুজন জানান, আগুন লাগার পর প্রথমে ফিলিং স্টেশনের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্টেশনের কর্মরত লোকজন সেখান থেকে পালিয়ে যান।

নিহত জিহানের মা জান্নাতুল খাতুনের অভিযোগ, ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ লাইনে লিকেজ ছিল। গাড়িতে গ্যাস দেওয়ার সময় বিষয়টি উল্লেখ করে প্রাইভেটকার চালক বারবার সরবরাহকারীদের সতর্ক করলেও তারা তাতে সাড়া দেননি। এর মধ্যে হঠাৎ করেই গ্যাসের সরবরাহ লাইনে আগুন ধরে যায়। তখন তিনি গাড়ির ভেতরে থাকা সন্তানকে বাঁচাতে ছুটে গেলে ফিলিং স্টেশনের লোকজন তাকে গাড়ির কাছে যেতে দেননি। গ্যাস সরবরাহ লাইনে লিকেজের কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে।

এদিকে শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনে ভাঙচুর চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত জিহানের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might also like

Comments are closed.