ফিরে দেখা ২০২৪: ভালো ছিল না চাকরির বাজার
বছরজুড়ে ধীর অর্থনীতি, মূলধন যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া, বেসরকারি খাতের ঋণ নেওয়া কমে যাওয়া, সরকার উৎখাত ও অন্তর্বর্তী সরকার গঠন- এ সবের কারণে ক্রমাগত জটিল হয়ে উঠেছে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি। ফলে সামগ্রিক অস্থিরতার মধ্যে ২০২৪ সালে চাকরির বাজার ভালো ছিল না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, প্রায় ১০ লাখ বেকার স্নাতক নিয়ে বছরটি শুরু হয়েছে। দেশে সরকারি চাকরির হার প্রায় ছয় শতাংশ। বাকিদের বেসরকারি চাকরি খুঁজতে হয়।
২০২৪ সালে বৈশ্বিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলার সংকট ও উচ্চ মূল্যস্ফীতির মতো কারণগুলো চাকরির বাজার সম্প্রসারণের পরিকল্পনাকে থামিয়ে দিয়েছে। ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন করে ঋণ নেওয়া কমিয়ে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে হয়েছে আট দশমিক ৩০ শতাংশ। গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।
২০২১ সালের মে মাসে করোনা মহামারির লকডাউনের সময় ঋণ প্রবৃদ্ধি ছিল সাত দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়াও, জিডিপির শতকরা হিসাবে বেসরকারি বিনিয়োগ গত তিন বছর ধরে কমছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ-জিডিপি অনুপাত শূন্য দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট কমে ২৩ দশমিক ৫১ শতাংশ হয়েছে।
বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুর। ফাইল ছবি
দেশের সবচেয়ে বড় চাকরি খোঁজার ওয়েবসাইট বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুর বলেন, ২০২৪ সালের প্রথমার্ধে কর্মী নিয়োগ স্থবির ছিল। গত দুই বছর ধরে এ ধারাই চলছে। রাজনৈতিক অস্থিরতা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন নিয়োগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে অক্টোবর থেকে নভেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
তার মতে, অর্থনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় কর্মী নিয়োগ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
গত আগস্টে সরকারকে ক্ষমতাচ্যুত করা ও অন্তর্বর্তী সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এর প্রভাব কিছুটা হলেও শ্রমবাজারে পড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি বেক্সিমকো গ্রুপ গাজীপুরে তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।
গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বেক্সিমকোর ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবসায়িক লাভের জন্য ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশেষ উপদেষ্টা রিজওয়ানুল ইসলাম বলেন, ২০২৪ সালে বিনিয়োগ ও উৎপাদন প্রবৃদ্ধি অনেক কমেছে। এ বছর জিডিপি প্রবৃদ্ধি সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনেক কম। ফলে কর্মসংস্থান প্রবৃদ্ধি অনেক কমে যাবে। সব মিলিয়ে আনুষ্ঠানিক কর্মসংস্থান, বিশেষ করে উৎপাদন খাতে প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে।