ফিরেছেন বাঁধন

কান থেকে ঢাকায় ফিরেছেন সাদ-বাঁধনেরা। প্রায় ৬০ ঘণ্টার ভ্রমণ শেষে সোমবার দিবাগত রাতে ঢাকায় ফিরেছে রেহানা টিম। ফেসবুকে পোস্ট দিয়ে ছবির প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন তাদের ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কাস্টিং ডিরেক্টর ইয়াছির আল হক বলেন, ‘আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এখন সবাই যার যার বাসায় আছেন। বিশ্রামে আছেন।’

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ২৬ জুন প্যারিসে যান আবদুল্লাহ মোহাম্মদ সাদ, আজমেরী হক বাঁধনসহ সাতজনের একটি দল।

কান চলচ্চিত্র উৎসবের ১১ দিনের ভ্রমণে সাদ–বাঁধনেরা কুড়িয়েছেন প্রশংসা। উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হওয়া ছবিটি কোনো পুরস্কার না পেলেও বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসরে বাংলাদেশের জন্য এনে দিয়েছে সম্মানজনক পরিচিতি।

You might also like

Comments are closed.