ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে নারী ফুটবল দল

ফিফা র‍্যাঙ্ককিংয়ে রেকর্ড ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বর স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত জুনের সবশেষ হালনাগাদে ১২৮তম স্থানে ছিল বাংলাদেশ।

এবারের র‍্যাংকিং হালনাগাদে বাংলাদেশই সবচেয়ে বেশি এগিয়েছে। আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি।

গত জুনে এশিয়ান কাপ বাছাইপর্বে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় বাংলাদেশের মেয়েরা। এতে প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‍্যাঙ্ককিংয়ে এমন উন্নতি হয়েছে।

এদিকে এক ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে নারী ইউরোর বর্তমান রানার্সআপ স্পেন। এছাড়া, শীর্ষস্থান হারিয়ে যুক্তরাষ্ট্র র‍্যাংকিংয়ের দুই নম্বরে নেমেছে।

You might also like

Comments are closed.