ফিফা ক্লাব বিশ্বকাপ: চূড়ান্ত সেমিফাইনালে লাইনআপ, দেখে নেব কবে কখন ম্যাচ

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ। বাকি রয়েছে এখন জমজমাট দুইটি সেমিফাইনাল ম্যাচ। চারটি দেশের চারটি ক্লাব এখন শিরোপা জয়ের দৌড়ে টিকে রয়েছে। চলুন দেখে নেয়া যাক, কে কার মুখোমুখি হচ্ছে এবারের সেমিফাইনালে।

কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় দুটি ম্যাচ ছিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) বনাম বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড। দুই ম্যাচেই দেখা গেছে উত্তেজনার চূড়া। বায়ার্নকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। অন্যদিকে, ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিয়েছে জার্মান কোচ জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ।

অপর দুই কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংল্যান্ডের ক্লাব চেলসি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এই দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।

সেমিফাইনালের সূচি (বাংলাদেশ সময়)
৮ জুলাই, রাত ১টা-চেলসি বনাম ফ্লুমিনেন্স
৯ জুলাই, রাত ১টা-রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি

এই চার দলের মধ্যে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হলো রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। চেলসি একবার ২০২১ সালে এই টুর্নামেন্ট জিতেছে। তবে পিএসজি ও ফ্লুমিনেন্স এখনও পর্যন্ত ক্লাব বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখেনি।

এবারের সেমিফাইনালগুলোতে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন ইউরোপ ও ল্যাটিন আমেরিকার শক্তির লড়াই। কে যাবে ফাইনালে? অপেক্ষা এখন সেই উত্তেজনার।

You might also like

Comments are closed.