ফার্স্ট লুকে চমকে দিলেন রাশমিকা-নওয়াজ

একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া—সব মিলিয়ে এক অন্য রকম ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘থামা’। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডির শুটিং জমজমাটভাবে চলছে উটির ঘন জঙ্গলে।

সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আয়ুষ্মান খুরানা আর রাশমিকা মান্দানা। এ ছাড়া এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে হাজির হবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, যার নাম যক্ষসান।

বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে রাম গোপাল বাজাজের চরিত্রে।
সোমবার সিনেমাটির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে। গল্পে আয়ুষ্মানের নাম অলোক। আলো-আঁধারীতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য।

অন্যদিকে রাশমিকার নাম তারকা। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরালেন নায়িকা‌। অন্তর্জালে ফার্স্ট লুক আসতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এই ছবি ঘিরে আগ্রহ যেন আরো বেড়ে গেছে সিনেমাপ্রেমীদের মাঝে।

আগামীকাল আসবে সিনেমাটির টিজার। আদিত্য সারপোটদার পরিচালিত এই সিনেমাটি আসছে দীপাবলিতে মুক্তি পাবে বলে জানা গেছে।

You might also like

Comments are closed.