ফারুকী পজেটিভ, তিশা নেগেটিভ

করোনা প্রতিষেধক টিকা গ্রহণ করার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন।

শনিবার তথ্যটি জানান তিশা। তিনি বলেন, ‘গতকাল কোভিড পরীক্ষার রেজাল্ট হাতে এলে জানতে পারি ফারুকী পজেটিভ। কিন্তু আমির রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে নেগেটিভ হলেও ফারুকীর অবস্থা স্বাভাবিক। আল্লাহর রহমতে ভালো আছে সে।’

চিকিৎসকের পরামর্শে বাসাতেই আপাতত চিকিৎসা নিচ্ছে বলে জানালেন তিশা।

এর আগে গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ। এটির প্রযোজক হিসেবে ছিলেন নুসরাত ইমরোজ তিশা।

You might also like

Comments are closed.