ফরিদা পারভীনের শারীরিক অবস্থা নিয়ে যা বললেন তার স্বামী

লালন সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় গেল ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত কয়েক বছর যাবত কিডনির রোগ, শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বরেণ্য এ সংগীতশিল্পীর অসুস্থতার খবরে কপালে ভাঁজ ভক্তদের। কেমন আছেন প্রিয় গায়িকা? জানতে উদগ্রীব তারা।

সর্বশেষ শরীরিক অবস্থা প্রসঙ্গে ফরিদা পারভীনের স্বামী গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। এখন স্থিতিশীল, একটু ভালো।’

এর আগে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড গঠনের কথা বলা হয়। গায়িকার উন্নত চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ফরিদা পারভীনের স্বামী বলেন, ‘গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আমাকে ফোন দিয়েছিল। উনি স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন। এখন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। সরকারি হসপাতাল হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেত বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব।’

অনেকদিন ধরেই কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। সঙ্গে রয়েছে ফুসফুসের রোগসহ নানা জটিলতা। বছরের শুরুতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল তার। সেসময় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

You might also like

Comments are closed.