ফরিদপুরে মাহিন্দ্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী মাহিন্দ্রাকে মুখোমুখি ধাক্কা দিয়েছে মিজান পরিবহন নামের একটি বাস। এই দুর্ঘটনায় ৫ জন নিহতসহ আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (০৪ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫) ও মাদাইপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫)।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, আজ সকাল ছয়টা ৫২ মিনিটের দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। মাহিন্দ্রাটি এ সময় ধাক্কা দেয় বাস। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।
আবু জাফর আরও জানান, ঘটনাস্থলে মাহিন্দ্রার চারজন যাত্রী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, বাস ও মাহিন্দ্রর সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। বিস্তারিত পড়ে জানাতে পারবো।

Comments are closed.