‘ফটো তুলস কেন’, আদালতে শাহজাহান ওমর

আদালতে হাজির করার সময় ছবি তোলায় সাংবাদিকদের ওপর চোটপাট দেখালেন ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর।

রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়।

শাহজাহান ওমরের পাশাপাশি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে এদিন ওই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি ছিল।

সেজন্য সকালেই তাদের আদালতে হাজির করা হয়। সোয়া ৯টার পর তাদের এজলাসে তোলা হয়। তিন জনের মধ্যে সামনে ছিলেন শাহজাহান ওমর।

এ সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে শাহজাহান ওমর বলেন, “এই ফটো তুলস কেন?

পরে তাদের এজলাসে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকটায় স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর। আইনজীবী ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি সময় পার করেন। কখনো কখনো হাসতেও দেখা গেছে গত নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরকে।

তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং আছাদুজ্জামান মিয়া ছিলেন অনেকটায় নীরব। তারা চুপচাপ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

৯টা ৩৮ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। শুনানি শেষে মহানগর হাকিম এম. এ আজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ৯টা ৪০ মিনিটের দিকে তাদের আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

তখন ছবি তোলার বিষয়ে কী বলেছিলেন জানতে চাইলে শাহজাহান ওমর হাসতে হাসতে বলেন,‘তোমাদের কাজই হল ফটো তোলা। ফটো তোলো। আমাদের আপত্তি নাই।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.