ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়‘ ব্যানার টানালেন শিক্ষার্থীরা
প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করছেন তারা। আন্দোলনের ধারাবাহিকাতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে মূল ফটকে এই ব্যানার টাঙিয়ে দেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যলয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭টি কলেজের মধ্যে একটি হলো সরকারি তিতুমীর কলেজ। ঢাবি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছেন।
জানা গেছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে গত বছরের ১৮ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। সেই কর্মসূচি পালনে তারা রেলগেট ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থী প্রতিনিধিরা।
বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আপাতত রাজপথে থাকছেন না শিক্ষার্থীরা।
পরে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্তে গত ৩ ডিসেম্বর ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য (সভাপতি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর (সদস্য), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সদস্য) ও কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।