পয়লা বৈশাখ: নাম বদলাচ্ছে না মঙ্গল শোভাযাত্রার, অনুষ্ঠান দুই দিন

প্রতি বছর পয়লা বৈশাখ যে মঙ্গল শোভাযাত্রা হয় সেটার নাম পাল্টানো হতে পারে বলে জানানো হলেও শেষ পর্যন্ত নাম পাল্টানোর সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। এবার বাংলা নববর্ষের আয়োজন দুই দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে নববর্ষ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের বলেন, শোভাযাত্রা নিয়ে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ কাজ শুরু করে দিয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। গতকাল রোববারের মিটিং শেষে এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছি। সেটিকে মিসকোট করে প্রচার করা হয়েছে।

উপদেষ্টা জানান, এবারে উৎসব দুই দিনব্যাপী হবে। নববর্ষের উৎসবে পয়লা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, এবারে শোভাযাত্রায় কী কী থাকবে, কীভাবে আয়োজন করা হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে। এবারে শোভাযাত্রার স্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই আয়োজনে এবার বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অংশ নেবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহার ইসলাম চঞ্চল বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকের সভায় প্রতিপাদ্য চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে কিছু কমিটি এবং উপকমিটি গঠনেরও কাজ চলছে।

ঢাবি অধ্যাপক বলেন, এ সংক্রান্ত একটি উপকমিটির আহ্বায়ক অধ্যাপক সায়মা হক বিদিশা। শোভাযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন। এ ছাড়া আরও কিছু কমিটি গঠনও প্রক্রিয়াধীন রয়েছে।

 

এর আগে রবিবার (২৩ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবার শুধু বাঙালিদের নিয়ে নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। পাশাপাশি শোভাযাত্রায় নতুন চমক থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় তিনি মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টাতে পারে বলেও জানিয়েছিলেন।

You might also like

Comments are closed.