প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের অনশনে আউটসোর্সিং কর্মচারীরা

চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদার প্রথা বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা।

মঙ্গলবার (৪ মার্চ) আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে ৬ষ্ঠ দিনের মতো এ অনশন করছেন তারা। এদিন জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ককের পাশে ব্যানার হাতে নানা স্লোগান দেন অনশন কর্মসূচিতে যোগ দেওয়া আউটসোর্সিং কর্মীরা।

তাদের দাবি, নিয়োগের ক্ষেত্রে ঠিকাদার পদ্ধতি বাতিল, চাকরি স্থায়ীকরণ এবং কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি, কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ সময় আর কোনো আশ্বাস নয়, দাবি আদায়ের চূড়ান্ত ফল না পেলে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আউটসোর্সিং কর্মচারীরা।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.