প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো : দুরেফিশান

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। তিনি ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন।
এদিকে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘ইশ্‌ক মুরশিদ’ নাটকে ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাল আব্বাস খানের সঙ্গে দুরেফিশান সেলিমের বিয়ে ও প্রেম বিয়ে গুঞ্জন শুরু হয়েছেন। এর মাঝেই দুরেফিশান সেলিমের একটি পুরনো সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে।
সাক্ষাৎকারে উপস্থাপক প্রশ্ন করেছিলেন যে, প্রেমিকের বিষয়ে আপনার ভাবনা কী? এ প্রশ্নের জবাবে দুরেফিশান বলেন, ‘আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করবো।’
প্রসঙ্গত, দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা উক্ত অভিনেতাদের সঙ্গে তার প্রথম কাজ।
You might also like

Comments are closed.