প্রেমের গল্পে আগ্রহী দীঘি

হালের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। লম্বা সফর শেষে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। সর্বশেষ তাকে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায়। এরপর আর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

এরই মধ্যে বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে কথা চলছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। কেমন গল্পে আগ্রহী জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি প্রেমের গল্পে বেশি আগ্রহী, প্রস্তাবও পাচ্ছি। যেহেতু এখন মানুষ আবারও ভালোবাসার গল্প দেখতে চাইছে, তাই প্রেমের গল্পটায় ঝোঁক বেশি। প্রেমের গল্প পেলে কাজ করব।’

সম্প্রতি খবর রটে, ফের সিয়ামের বিপরীতে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন দীঘি। এ প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি যখন খবরটা প্রথম শুনি, তখন দেশের বাইরে ছিলাম। তবে এখন পর্যন্ত নিশ্চিত কিছুই হয়নি। দেখা যাক, আশা করি ভালো কিছুই হবে। সিয়ামের সঙ্গে আবার সিনেমা মন্দ হবে না।’

 

You might also like

Comments are closed.