প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান

নির্মাতা রেদওয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। সম্প্রতি এই প্রেম ভেঙে গেছে বলেও শোনা যায়। সেই শোনা যাওয়া কথাকে ভেঙে দিতে মানে সেই কথাকে মিথ্যা প্রমাণ করতে সাদিয়া আয়মান ও রেদওয়ান একসঙ্গে ছবি দেন। কিন্তু কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে।

তবে এবার কার্যত স্বীকারই করেছেন সাদিয়া আয়মান-রেদওয়ান রনির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত হয়েছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী। উপস্থাপিকা মৌসুমী মৌ একটি চিরকুট ধরিয়ে দেন সাদিয়া আয়মানের হাতে। সেই চিরকুটে লেখা ছিল, প্রেম বিষয়ক প্রশ্নটা।
এতে বলা হয়, রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা-এর উত্তরে সাদিয়া আয়মান বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।
গণমাধ্যমের ভিডিওর টাইটেলও অবশ্য ছিল, রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।
ফাতেমা তাসনিম সাদিয়া মূলত সাদিয়া আয়মান নামে পরিচিত। ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফ (২০১৯) নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক করেন, শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক (২০২২) নাটকের জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার অর্জন করেন এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা (২০২৪) চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষিক্ত হন।
You might also like

Comments are closed.