প্রিমিয়ার লিগ মিডফিল্ডারের জন্য রিয়ালের বাজেট ১১৫ মিলিয়ন!
রিয়াল মাদ্রিদ নতুন কোচ জাবি আলোনসোর স্কোয়াড শক্তিশালী করতে চলতি গ্রীষ্মে চারজন খেলোয়াড় দলে নিয়েছে, তবে তাদের ডিফেন্সিভ মিডফিল্ডের শূন্যস্থান এখনো পূরণ হয়নি।
ফিচাজেসের প্রতিবেদনে জানা গেছে, ক্রিস্টাল প্যালেসের ২১ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টন রিয়াল মাদ্রিদের পরবর্তী লক্ষ্য। ম্যানেজার আলোনসো তাকে ‘পারফেক্ট টেম্পো-কন্ট্রোলিং’ মিডফিল্ডার মনে করেন, যিনি দলের প্রকল্পের শেষ গুরুত্বপূর্ণ কড়ি।
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদ ২০২৬ সালের গ্রীষ্মে তাকে দলে আনার জন্য ১১৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে।
চলতি গ্রীষ্মে রোদ্রিগোর ক্লাব ছাড়ার সম্ভাবনা থাকায় তার বিক্রির মাধ্যমে এই ট্রান্সফার সম্ভব হতো, তবে রোদ্রিগো সম্ভবত ক্লাবেই থাকবেন।
তবে হোয়ার্টনের প্রতি আগ্রহ শুধু রিয়াল মাদ্রিদে সীমাবদ্ধ নয়। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও তাকে নজর রাখছে। উচ্চ দামের কারণে ক্রিস্টাল প্যালেসের চাহিদা এখন পর্যন্ত বাধা হিসেবে কাজ করছে, তবে রিয়াল মাদ্রিদ বড় অর্থ ব্যয় করতে রাজি থাকলে পরিস্থিতি বদলাতে পারে।

Comments are closed.