প্রমিসেস মনের কথা’য় লারা লোটাস

আজ রবিবার বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে আরটিভি, আরটিভি ফেসবুক পেইজ এবং আরটিভি ইউটিউব লাইভে প্রচারিত হবে মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান “প্রমিসেস মনের কথা”। অনুষ্ঠানটি নিবেদন করেছে মার্কেন্টাইল ব্যাংক ।
প্রযোজনা করেছেন সাঈদ হাসান। পরিকল্পনায় শাহেদুল ইসলাম হেলাল।

আজকের বিষয়: মানসিক চাপ ও নিয়ন্ত্রণের উপায়। অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লারা লোটাস। আরও থাকছেন সিরাজুল ইসলাম, সিইও, ডিনেট।

এ বিষয়ে লারা লোটাস মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, মানসিক চাপ শুধু তারকাদের ক্ষেত্রেই নয়, প্রত্যেক মানুষের জীবনেই থাকে। কারণ সে একজন মানুষ। আর তা কমাতে বা প্রশমিত করতে পরিবার অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

You might also like

Comments are closed.