প্রবাসী যাত্রীর অর্থ লোপাটচক্রের দুই সদস্য আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে প্রবাসী যাত্রীদের অর্থ ও মালামাল লোপাটকারী চক্রের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা হলেন- খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করলে তাদের আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপরাধের কথা এয়ারপোর্ট আর্মড পুলিশের কাছে স্বীকার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর।

এপিবিএন জানায়, গত ১৭ জানুয়ারি একটি ফ্লাইটে বাংলাদেশে আগমনের পর কাতার প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এবং গত ৭ ফেব্রুয়ারি একটি ফ্লাইটে জেদ্দা থেকে আগত প্রবাসী পাবনা জেলার বাসিন্দা আরিফ প্রমাণিক বিমানবন্দরের ২নং ক্যানোপি এলাকায় অবস্থানকালে প্রায় একই কায়দায় সুকৌশলে কে বা কারা তাদের সাথে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেয়। মানিক খানের ব্যাগে ছিল ৩৭০০ রিয়ালসহ প্রয়োজনীয় কাগজপত্র আর আরিফ প্রামাণিকের ব্যাগে ছিল ৪৭৩৫ রিয়াল।

দুজনই পরবর্তী সময়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে চুরির কথা উল্লেখ করে অভিযোগ করেন। প্রথম ঘটনাটির সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও গত ৭ ফেব্রুয়ারির ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার সত্যতা পায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা দুজনকে শনাক্ত করতে সক্ষম হয়, কিন্তু তাদের মুখ ছিল মাস্কে ঢাকা। সিসিটিভিতে পাওয়া সামান্য তথ্য দিয়েই শুরু হয় অভিযান। চার দিন পর মঙ্গলবার দুজনকে আটক করা হয়।

এরপর সেই যাত্রীদের সংবাদ দিলে তারা বিমানবন্দর এপিবিএন অফিসে হাজির হন। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিমানবন্দরস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

প্রসঙ্গত, উভয় ব্যাক্তির চুরি হওয়া ব্যাগ উদ্ধার করে বিমানবন্দর এপিবিএন অফিস থেকে আইনগত প্রক্রিয়া অবলম্বন করে টাকা ও মালামালসহ যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করে আসছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.