প্রধান উপদেষ্টা সঙ্গে সিইসির বৈঠকের বিষয় স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও সিইসির মধ্যে সাক্ষাৎ হয়। দুজনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়।

 

 

শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ দাবি জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির ধারণা, ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে একান্ত বৈঠকে। হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি গ্রহণের মেসেজ দিয়েছেন প্রধান উপদেষ্টা, এটি আমাদের ধারণা। উভয় পক্ষ থেকে বার্তা এলে সেটি স্পষ্ট হবে।’

তিনি বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। আর জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব বলে মনে করে বিএনপি।’ এ ছাড়া জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

জামায়াত স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশির ভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায় বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য নয়। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলেই আমার প্রত্যাশা।

You might also like

Comments are closed.