প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে শোডাউন, নোয়াখালীতে গ্রেপ্তার যুবলীগের ২ কর্মী

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল রাসেল (৪২) এবং একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া লিটন (৪৫)। দুজনই ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতা-কর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগের ২৫-৩০ জন নেতা-কর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

You might also like

Comments are closed.