প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে রোড শো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে ১০টি সু সজ্জিত ট্রাকে করে রোড শো করেছে মৌলভীবাজারের জেলা প্রশাসন।
রবিবার (১২ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ রোড শো শুরু হয়। পরে সেটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আবারো একই জায়গায় এসে শেষ হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে- সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ও কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানষিক বিকাশ।
রোড শোতে অন্যদের মধ্যে অংশ নেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্জ মিছবাহুর রহমান, মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ।
রোড শোতে বিভিন্ন সংস্থার শতাধিক গাড়ি অংশ গ্রহণ করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, ‘পদ্মা সেতুকে নিয়ে নানা অপকর্ম চালানো হচ্ছে সেগুলো কাটিয়ে উঠে জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাজগুলো জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়াই হচ্ছে প্রধান লক্ষ্য।’
সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মুস্তাফিজুর রহমান সদর উপজেলায় গৃহহীনদের ঘরের বিষয়টি তুলে ধরে বলেন, ‘অনেক অসহায় মানুষ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উপকৃত হয়েছেন।’
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাজগুলোকে মানুষের মাঝে তুলে ধরতেই এই উদ্যোগ।’