প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।

শারজার উইকেট অনেকটা মিরপুর শেরেবাংলার মতো বলে দাবি করেছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। পিচে স্পিন ধরবে। তাই স্পিনারদের দিয়ে আক্রমণ সাজাতে পারে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানও এমন উইকেটে তার কাটার, স্লোয়ার অস্ত্রগুলো দারুণ ব্যবহার করতে পারবেন। অন্যদিকে প্রথম রাউন্ডে টানা তিন ম্যাচ জিতে লঙ্কানরাও আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। তারাও সেই জয়ের ধারা সুপার টুয়েলভে অব্যাহত রাখতে চাইবে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ওমন আর পাপুয়া নিউগিনিকে হারিয়ে তারা সুপার টুয়েলভ নিশ্চিত করে। যদিও টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং দেখা গেছে শুধু পাপুয়া নিউগিনির বিপক্ষে। মূলপর্বে গ্রুপ-১ এ শ্রীলঙ্কা ছাড়াও টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। নিঃসন্দেহে সবগুলোই কঠিন প্রতিপক্ষ। তাই টাইগারদের খেলাটাও হতে হবে উন্নত।

You might also like

Comments are closed.