প্রথমবার হংকং যাচ্ছে সাতক্ষীরার গোবিন্দভোগ আম

প্রথমবারের মতো সাতক্ষীরার আম যাচ্ছে হংকংয়ের বাজারে। আম কৃষি ক্যালেন্ডারের পদ্ধতি অনুযায়ী সাতক্ষীরায় প্রথম গাছ থেকে নামানো গোবিন্দভোগ জাতের আম প্রবেশ করছে দেশটির বাজারে।

শনিবার (১৪ মে) আম রপ্তানিতেযুক্ত মো. ইকবাল হোসেন নামে এক কর্মকর্তা জানান, পরীক্ষামূলকভাবে ১০০ কেজি গোবিন্দভোগ আম যাচ্ছে এশিয়ান মার্চেন্ট হংকংয়ের বাজারে। পর্যায়ক্রমে ইটালি, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডে হিমসাগর আম রপ্তানি করা হবে।

তিনি বলেন, সাতক্ষীরায় উৎপাদিত হিমসাগর ও ল্যাংড়া আমের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রবেশ করেছে। এরমধ্যে বেশি খ্যাতি ছিল ইউরোপের বাজারে।

আমচাষী রফিকুল ইসলাম জানান, বাগান থেকে কার্টুন করা পর্যন্ত কোথাও কোনো অনিয়ম যাতে না হয় সেজন্য রপ্তানিতেযুক্ত কর্মকর্তাদের পাশাপাশি কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম বলেন, এ বছর সারাদেশ থেকে ৬০০ টন আম বিদেশে রপ্তানি করা হবে। যার মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে একশ টন আম।

You might also like

Leave A Reply

Your email address will not be published.