প্রথমবার জুটি বাঁধলেন জেনেলিয়া-ইমরান

বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। অভিনয়ে সময়টা বেশ ভালোই কাটছে তার। গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘সিতারে জমিন পর’ সিনেমা। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকমহলেও প্রশংসিত হচ্ছে ছবিটি। এতে প্রথমবারের মতো আমির খানের বিপরীতে দেখা যায় তাকে।

এবার অভিনেতা ইমরান হাশমির সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন জেনেলিয়া। সিনেমার নাম ‘গানমাস্টার জি ৯’।

এরই মধ্যে ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট প্রকাশ করা হয়েছে। একটি মোশন ভিডিওর মাধ্যমে জানানো হয়, এ সিনেমা দিয়ে বড় পর্দায় জুটি বাঁধছেন ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ। এ ছাড়া প্রায় ২০ বছর পর আবারও ইমরানের সিনেমায় সংগীত পরিচালনা করতে যাচ্ছেন হিমেশ রেশমিয়া। এরপর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।

প্রকাশিত মোশন টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা গেছে—একটি হাত ধীরে ধীরে একটি দুধের বালতি থেকে বন্দুক বের করে আনছে। নেপথ্যে শোনা যায় ইমরান হাশমির কণ্ঠস্বর, যেখানে তিনি বলছেন, ‘তুমি যদি আমার সঙ্গে ঝামেলা করো, তাতে অসুবিধা নেই; কিন্তু যদি আমার পরিবারকে আঘাত করো, তাহলে মনে রেখো—আমি যেমন দুধের ব্যবসা করি, তেমন বারুদেরও ব্যবসা করি।’ এ ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে জেনেলিয়া ক্যাপশনে লেখেন, ‘পছন্দ আপনার।’

এ সিনেমার শিরোনামটি নেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীর সিনেমা ‘সুরক্ষা’-র একটি ডায়ালগ থেকে। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে মিঠুনের চরিত্রটি ‘গানমাস্টার জি ৯’ কোডনেম ব্যবহার করেছিল। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে ছবির নামকরণ।

সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি ‘টেবিল নম্বর ২১’, ‘কমান্ডো’ ফ্র্যাঞ্চাইজি ও সাম্প্রতিক ওটিটি সিরিজ ‘ব্যাড কপ’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন।

এদিকে, এ মাসের ১৮ তারিখ মুক্তি পাচ্ছে জেনেলিয়ার আরও একটি নতুন সিনেমা—‘জুনিয়র’। এতে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘গানমাস্টার জি ৯’ সিনেমায় জেনেলিয়া ও ইমরান হাশমি ছাড়া রয়েছেন অপরশক্তি খুরানা। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।

You might also like

Comments are closed.