প্রতীক আদায়ে রাজপথ কিংবা আদালতে যেতে হলে সেই পথে হাঁটবে এনসিপি: সারজিস

আইনগতভাবেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পায় বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, এনসিপি সেই পথে যাবে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

সারজিস আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি দৃশ্যমান ন্যায়িক বিচার দেখতে চায়। জুলাই সনদের আইনগত ভিত্তিটা চায়, যার মাধ্যমে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে।

তিনি উল্লেখ করেন, ভারতীয় মিডিয়া প্রপাগাণ্ডা সেল তৈরি করে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। মন্দিরের যে খাস জমিগুলোতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, সেগুলো অভ্যূত্থানের আগে অনেকবার ব্যবহৃত হয়েছে। পরে কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে ভূয়া জাল দলিলের মাধ্যমে সেগুলো দখলের চেষ্টা করেছে। অতীতে তারা সনাতন ধর্মাবলম্বীদেরও ব্যবহার করেছিল।

You might also like

Comments are closed.