প্রতারণা মামলায় ইভ্যালি এমডি ও চেয়ারম্যান দম্পতির ৩ বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন। বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সাকিবুল ইসলাম বলেন, আসামিরা রায়ের সময় পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন।

নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি বাদী ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন। যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক প্রদান করে। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তী সময়ে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এর পর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি। পরে বাদী মুজাহিদ হাসান ফাহিম ২০২৪ সালের জানুয়ারি মাসে ঢাকার সিএমএম আদালতে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় রাসেল ও শামীমার বিরুদ্ধে সিআর মামলা দায়ের করেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.