পেদ্রিকে নিয়ে দুঃসংবাদ পেল বার্সেলোনা

দিন যত গড়াচ্ছে, ততই যেন বার্সেলোনার চোট সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। এবার তাদের মাঝমাঠের মূল ভরসা পেদ্রি চোট পেয়ে ছিটকে গেছেন।
সময়টা সত্যিই খুব খারাপ কাটছে পেদ্রির। গত রোববার রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে শেষ দিকে লাল কার্ড দেখেন তিনি। আর এবার একেবারেই ছিটকে পড়লেন খেলার বাইরে।
কাতালান ক্লাবটি বুধবার পেদ্রির বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ার কথা জানিয়েছে। গণমাধ্যমের খবর, ২২ বছর বয়সী এই ফুটবলারের সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগতে পারে।
ক্লাবের সূত্রের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বার্সেলোনার পরের তিনটি ম্যাচে হয়তো খেলতে পারবেন না পেদ্রি।
মৌসুমের শুরু থেকে এই নিয়ে বার্সেলোনার ১২ জন খেলোয়াড় চোট পেয়ে বিভিন্ন মেয়াদে মাঠের বাইরে ছিলেন এবং এখনও আছেন গুরুত্বপূর্ণ কয়েকজন। বর্তমানে চোটের সঙ্গে লড়াই করছেন রবের্ত লেভানদোভস্কি, গাভি, রাফিনিয়া, মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও দানি ওলমো। এই তালিকায় নতুন সংযোজন পেদ্রি।
ম্যাচের ফলের বিচারেও বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। চলতি মাসেই প্রথম সপ্তাহে তারা টানা দুটি ম্যাচে হেরেছিল। আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে সেই ধাক্কা সামলে অবশ্য টানা দুটি ম্যাচ জিতেছিল; কিন্তু এরপরই মৌসুমের প্রথম ক্লাসিকোয় ওই পরাজয়।
লা লিগায় ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
You might also like

Comments are closed.