পেছানো হলো রাকসু নির্বাচনের তারিখ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের পরিবর্তনে ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে এই তথ্য জানানো হয়।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, মনোনয়নপত্র সংগ্রহের সময় ২৬ আগস্ট থেকে বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে ভোটের তারিখ পেছানো, ভোটকেন্দ্র হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে স্থানান্তর, ছবিসহ ভোটার তালিকা তৈরি এবং ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো।
প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘একটা যৌক্তিক তারিখ পর্যন্ত ভোটগ্রহণের তারিখ পেছানো হবে।’
গত ২৮ জুলাই দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগে এক দফা মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময় পেছানো হয়েছিল। এদিকে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্তে শিক্ষার্থীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছে।
You might also like

Comments are closed.