পূর্বাচলে সড়কে পাশে পড়ে ছিল নারীর গলাকাটা দেহ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের সড়কের পাশ থেকে পরিচয় না জানা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত ছুরিও পাওয়া গেছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল পাঁচ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার(৫ জানুয়ারি) রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ওই নারীর গলা কেটে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.