পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটিতে আসামি করা হয়েছে আটজনকে। জয়ের বিরুদ্ধে মামলায় আসামি ১৫ জন।
দুদক বলেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় প্লট (নম্বর ০০৯) নিজ নামে বরাদ্দ নিয়েছেন। এছাড়া নিজের ছেলে-মেয়ে, বোন ও বোনের ছেলে-মেয়ের নামে পৃথক প্লট বরাদ্দ করিয়েয়েছেন। প্রতিটি ১০ কাঠা করে ছয়জনের নামে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।
দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। একই ধারায় জয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
এর আগের দিন সোমবার (১৩ জানুয়ারি) পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে মামলা করে দুদক। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। এছাড়া রেহারা, ববি, রূপন্তীর বিরুদ্ধে তিনটি মামলায়ই রেহানার মেয়ে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ও মন্ত্রী টিউলিপি সিদ্দিককে আসামি করা হয়েছে।