পূর্বাচলের লেকে এবার সেই কলেজছাত্রীর বন্ধুর লাশ

নারায়ণগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট সড়কের লেক থেকে কলেজছাত্রী সুজানার লাশ উদ্ধারের একদিন পর কাব্য নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে বিষয়টি নিশ্চিত করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

এদিকে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। ওই লেক থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।

কাব্যের লাশের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পুলিশ জব্দ করেছে। এর আগে মঙ্গলবার(১৭ ডিসেম্বর) একই লেকের অন্য পাশ থেকে ভাসমান অবস্থায় সুজানার লাশ উদ্ধার করে পুলিশ।

পূর্বাচল লেক থেকে উদ্ধার করা হয় কলেজছাত্রী সুজানার লাশ:ছবি সংগৃহীত

সুজানার পরিবারের বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি। তার মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট শনাক্ত করা হয়েছে। হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি আরও জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা মিরপুরের বাসিন্দা। মঙ্গলবার সুজানার মরদেহ মিললেও কাব্য নিখোঁজ ছিল। বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের লাশ উদ্ধার করা হলো।

You might also like

Leave A Reply

Your email address will not be published.