পূর্বশত্রুতা: ব্যাডমিন্টন খেলার সময় ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা

পূর্বশত্রুতার জেরে নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় এক ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার(২১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার পাঁচদোনায় এই ঘটনা ঘটে।

নিহত হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। তাকে বুকে ও মাথায় গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন তার নিজের এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন। সেখানে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যান। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীতে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মাহমুদুল কবির বাশার বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.