পূজায় ৪ দিনের টানা ছুটি, কবে থেকে শুরু?

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন শুভ মহালয়া রোববার (২১ সেপ্টেম্বর। এদিন সরকারি কোনো ছুটি নেই, তবে অনেকেই ব্যক্তিগতভাবে ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিন ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর সরকারি ছুটি এবং পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।

 

তবে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটি ভিন্ন ভিন্ন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্ষপঞ্জিতে মহালয়ার ছুটি না থাকলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে এদিন ছুটি থাকবে। ফলে কোথাও শ্রেণি কার্যক্রম চলবে, আবার কোথাও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
You might also like

Comments are closed.