পূজায় ঋতুপর্ণাকে নিয়ে নিউ ইয়র্ক মাতাবেন জায়েদ খান!
আসন্ন দুর্গাপূজার আয়োজনে এবার এক দারুণ চমক অপেক্ষা করছে মার্কিন প্রবাসী বাঙালিদের জন্য। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন আলোচিত ঢাকাই চিত্রনায়ক জায়েদ খান এবং ওপার বাংলার খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বাংলার এই দুই তারকার অংশগ্রহণ এবারের পূজার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে।

আরও পড়ুন
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে টাইমস স্কয়ারের পূজা উদযাপন কমিটি। জানিয়েছে, উত্তর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে মঞ্চে আসছেন। আগামী ৪ অক্টোবর, বাঙালি ক্লাব ইউএসএ আয়োজিত টাইমস স্কয়ারের দুর্গাপূজা উপলক্ষে এই দুই তারকা এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।
এ খবরটিকে ‘বিগ ব্রেকিং’ হিসেবে ঘোষণা করে কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিঃসন্দেহে এবারের পূজার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে; এই বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে দুর্গাপূজার এই উৎসব আরও বেশি জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমে জায়েদ খান বলেছেন, প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছেন তিনি। এরইমধ্যে ঋতুপর্ণার সঙ্গে নিউ ইয়র্কে তার দেখাও হয়েছে।

Comments are closed.