পুনাক-ডাসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ মেডিক্যাল ক্যাম্পে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন সংক্রান্ত সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুনাকের সভানেত্রী বলেছেন, ‘চোখ মানুষের অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন। তার মধ্যে চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু অজ্ঞতা ও অসাবধানতাবশত সময়মতো চিকিৎসা না করানোর কারণে আমরা এ অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই, এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।’