পিয়াসা ও মৌ এর বিরুদ্ধে মাদক আইনে মামলা

রোববার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ডিবি।

সোমবার পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় এবং মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসন।

তিনি জানান, পৃথক দুই থানায় এই মামলার পর আজই তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।’

এর আগে রোববার রাতে রাত ১০টার দিকে তাদের বাসায় অভিযান চালায় পুলিশ। তাদের কাছে মদ,ইয়াবা, সিসাসহ নেশা জতীয় দ্রব্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন এস আই (ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনেভেসটিগেশন টিম) মো. শহিদুল ইসলাম।

আটকদের মধ্যে মডেল পিয়াসা নানা ঘটনায় আলোচনায় ছিলেন। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় তার নাম সামনে আসে।

সর্বশেষ গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয় তাতেও পিয়াসার নাম ছিল।

আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগে সাফাতের সঙ্গে তার বিচ্ছেদ হয় বলে জানা গেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.