পিছিয়ে পড়েও ঘরের মাঠে স্পোর্টিংকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ

পিছিয়ে পড়েও ঘরের মাঠে স্পোর্টিংকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে দু’দলই গোল করতে ব্যর্থ হয়। খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি কোন দল।

তবে, ম্যাচের দ্বিতীয়ার্ধে জশুয়া কিমিচের আত্মঘাতি গোলে ৫৪ মিনিটে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। কিন্তু এরপরই ঘুরে যায় ম্যাচ। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্পোর্টিং লিসবন।

মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন বার জালে বল জড়িয়ে স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দেয় বাভারিয়ানরা। ৬৫ মিনিটে সার্জ নাব্রি, ৬৯ মিনিটে লিনার্ট কাল ও ৭৭ মিনিটে গোল করেন জনাথন টাহ। এই জয়ে আর্সেনালের সমান ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বায়ার্ন।

You might also like

Comments are closed.