পিএসভির মাঠে ৩-১ গোলে হারল ইতালিয়ান জায়ান্টরা

ঘরের মাঠে প্রথম লেগে পিএসভিকে ২-১ গোলে হারিয়েছিল জুভেন্টাস। তখন সবাই ভেবেছিল শেষ ষোলোতে জুভেন্টাসের যাওয়া অনেকটাই নিশ্চিত। তবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে প্লে অফ থেকেই ছিটকে গেছে ইতালিয়ান জায়ান্টরা। পিএসভির মাঠে ৩-১ গোলে হেরেছে তারা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর গোলের শুরুটা করে স্বাগতিকরাই। ৫৩তম মিনিটে পেরিসিচ পিএসভিকে লিড এনে দেন। তবে সমতায় ফিরতে দেরি করেনি জুভেন্টাস। ৬৩ মিনিটে টিমোথি ওয়েহ জুভেন্টাসের হয়ে গোল করেন। তবে ৭৪তম মিনিটে সাইবারির গোলে আবারও লিড পেয়ে যায় পিএসভি। আর এই স্কোরলাইনেই শেষ হয় নির্ধারিত সময়।

দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৮তম মিনিটে রায়ান ফ্লেমিংগো পিএসভির হয়ে গোল করেন। যা আর পরিশোধ করতে পারেনি জুভেন্টাস। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে হেরে প্লে অফ থেকেই বিদায় নেয় জুভেরা।

ব্রেস্তের মাঠে ৩-০ গোলে জিতেই এক পা শেষ ষোলোতে দিয়ে রেখেছিল পিএসজি। তবে ঘরের মাঠে ব্রেস্তকে ৭ গোল দিয়েছে তারা, যা অনেকদিন মনে রাখবে ব্রেস্ত। এই ম্যাচে পিএসজির ৭ টি গোল করেছেন ৭ জন আলাদা খেলোয়াড়। যা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে প্রথমবার ঘটল। পিএসজির হয়ে গোল করেছেন—বারকোলা, ভারাস্কেলিয়া, ভিতিনহা, ডুয়ে, নুনো মেন্ডেস, রামোস এবং সেনি মায়ুলু।

ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসে মাতে পিএসজির ফুটবলাররা। ছবি: সংগৃহীত

এদিকে রাতের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে ডর্টমুন্ড স্পোর্টিং। প্রথম লেগে ৩-০ গোলে জয় পাওয়ায় শেষ ষোলোতে উঠেছে ডর্টমুন্ড।

You might also like

Leave A Reply

Your email address will not be published.