পায়ের বিশেষ যত্ন নেন রাশমিকা মান্দানা, খরচ ৫০ টাকা!
পায়ের যত্ন নিতে কখনোই ভোলেন না এই রাশমিকা। এদিকে ‘পুষ্পা’ সিনেমার একটি দৃশ্যে রাশমিকার পায়ে অভিনেতা আল্লু অর্জুনকে মুখ ছোঁয়ার দৃশ্যও ভাইরাল হয়েছিল। তখন দর্শকদের অনেকের নজর যায় রাশমিকার কোমল সেই পায়ের দিকে। বলা বাহুল্য, সেই পায়ের বেশ যত্ন নেন রাশমিকা।
অভিনেত্রী মনে করেন, শরীরের অন্যতম পরিশ্রমী অংশ হচ্ছে পা। আর এই যত্নে তিনি বেছে নিয়েছেন একেবারে সহজ, সস্তা এবং কার্যকর একটি উপাদান, যাকে বলে এপসম সল্ট। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, উষ্ণ জলে এপসম সল্ট – যাকে সন্ধক লবণও বলা হয়, তাতে পা ডুবিয়ে রাখেন তিনি। এতে শুধু পায়ের পেশির চাপ কমে না, মানসিক প্রশান্তিও আসে।
চমকপ্রদ বিষয় হলো, এই এপসম সল্ট বাজারে পাওয়া যায় মাত্র ৫০-১০০ টাকার মধ্যেই। তবে শুধু লবণ নয়, পায়ের ত্বক যেন না শুকিয়ে যায়, সে জন্য নিয়ম করে ময়শ্চারাইজার ব্যবহার করেন এই দক্ষিণী নায়িকা। স্টাইল আর স্বাচ্ছন্দ্যের ভারসাম্য রাখতে পরেন স্নিকার্সসহ নানা রকম আরামদায়ক ফুটওয়্যার।
২০২৫ সালের ১২ জানুয়ারি জিমে ওয়ার্কআউট করতে গিয়ে গুরুতর আহত হন রাশমিকা। তার পায়ে তিনটি ফ্যাকচার ও একটি মাসল টিয়ার ধরা পড়ে। তবুও তিনি থেমে থাকেননি, গুরুতর চোট নিয়েও যোগ দেন নিজের ছবি ‘ছাভা’র ট্রেলার লঞ্চে।
এ বছর তাকে দেখা গেছে ধানুশ ও নাগার্জুনার ‘কুবেরা’ ছবিতে। সামনে আসছে হিন্দি ছবি ‘থামা’, ‘সিকান্দার’, তেলুগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’সহ আরো কিছু নতুন কাজ।

Comments are closed.