পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু, বিদ্যালয়ে শোকের ছায়া
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো, নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা ইয়াসমিন ও চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস। দুই ছাত্রীর মৃত্যুর সংবাদের বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
একই গ্রামের পাশের বাড়ির হোসেন মিয়া জানান, ফাতেমা ও জান্নাতুলকে সকালে পুকুর ঘাটে দেখতে পাই। কিছুক্ষণ পরে আবার এসে দেখি তারা পুকুর ঘাটে নেই। বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করি, ওরা গোসল করে বাড়িতে ফিরছে কিনা। এরপর পানিতে নেমে দুজনকে উদ্ধার করি। বাড়ির স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা জানান, হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস বলেন, বিদ্যালয়ের দুই শিফটে ক্লাস চলমান রয়েছে। এই দুই শিক্ষার্থী দ্বিতীয় শিফটে বিদ্যালয়ে আসার প্রস্তুতিতে গোসল করতে পুকুরে নেমেছিল। তাদের মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
-কুমিল্লা প্রতিনিধি

Comments are closed.