‘পাঠকরা এগিয়ে আসলেই সফল হবে বই বিপণন প্রতিষ্ঠান- নির্বাচিত’

নতুন স্বপ্নের যাত্রা শুরু
জানুয়ারি ২০২০, আর একটি স্বপ্নের যাত্রা, আর একটি নতুন উদ্যোগ।

২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল- সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের।
২০ বছর, সময়টা একদম কম না।

বই প্রকাশ করা খুব একটা কঠিন না হলেও- বিপণনে হোঁচট খেতে হয়েছিল শুরু থেকেই।
কোথায় বই বিক্রি হবে?

উপজেলায় বইয়ের দোকান নাই, জেলা শহরে যা-ই আছে গাইড আর স্টেশনারি মূল ফোকাস তাদের।
তাহলে পাঠক বই পাবে কীভাবে?

কিছুটা লাঘব হয়েছে কিছু অনলাইন বই বিপণন প্রতিষ্ঠানের কল্যাণে।

বই দেখে নেড়েচেড়ে কেনার সুযোগ কী তাহলে থাকবে না ?
সেই চিন্তা থেকেই স্বপ্নটার শুরু।
একটি বই বিপণন প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন।
শুরু হলো কাজ।

শুরুতে ৫টি শাখা নিয়ে যাত্রা শুরুর পরিকল্পনায় আমরা ঢাকার কাটাবন ও উত্তরা আর খুলনা, সিলেট, বরিশালে সাজাতে থাকলাম আমাদের স্বপ্ন যাত্রা – ‘নির্বাচিত’ বই বিপণন প্রতিষ্ঠান।
স্বপ্নটা মাত্র ৫টি শাখায় সীমাবদ্ধ না, স্বপ্নটা শতাধিক ‘নির্বাচিত’ বই বিপণন প্রতিষ্ঠান গড়ে তোলার।

ইতোমধ্যে আমাদের স্বপ্ন যাত্রা এগিয়ে নিতে অনেক প্রকাশনা এগিয়ে এসেছে।
এখন, পাঠকরা এগিয়ে আসলেই সফল হবে-
বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’।

আর ‘নির্বাচিত’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, সেখানে থাকবে নানা অফার, ঘরে বসেও কেনা যাবে বাংলাদেশের নির্বাচিত সৃজনশীল বই।

লিখেছেনঃ-
আরিফুর রহমান নাঈম
সিইও, ঐতিহ্য প্রকাশনী।

You might also like

Leave A Reply

Your email address will not be published.