পাচারের সময় জব্দ মাধ্যমিকের ৯ হাজার বই

গ্রামের রৌমারী থেকে ঢাকায় পাচার করার সময় শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া থেকে প্রায় ৯ হাজার মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জব্দ করা বইগুলো অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের।

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা)-এর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কৃষ্ণপুর দড়িপাড়া এলাকা থেকে ট্রাকভর্তি বিনামূল্যের বই উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মাইদুল (৩২) নামের একজনকে আটক করা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.