পাকিস্তান থেকে দেশে ফিরলেন নাহিদ-রিশাদ
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে মাঝপথেই স্থগিত করা হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পরিস্থিতির অবনতি হওয়ায় আয়োজকরা দ্রুত সব বিদেশি খেলোয়াড়দের নিরাপদে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেন।
বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা বৃহস্পতিবার রাতে (৯ মে) একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তান ছেড়ে দুবাইয়ে পৌঁছান। সেখান থেকে আজ শনিবার সকালে রওনা হয়ে বিকেল নাগাদ ঢাকায় পা রাখেন তারা।
রিশাদ-নাহিদের পাশাপাশি পিএসএল কাভার করতে যাওয়া বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও দেশে ফিরছেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো পিএসএল খেলতে পাকিস্তানে যান রিশাদ ও নাহিদ। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট তুলে নেন রিশাদ। সেই সঙ্গে বল হাতে সবার নজর কেড়েছেন।
অন্যদিকে পেশাওয়ার জালমির স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদের।

Comments are closed.